৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ঈদের জামাত কোথায় কখন

spot_img

পবিত্র ঈদুল ফিতরে বগুড়ায় এবার প্রায় ষোলো শতাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হব। এর মধ্যে বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ থাকলে একই সময়ে কেন্দ্রীয় বড় মসজিদে এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। এতে ইমামতি করবেন বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা আসগার আলী। এ ছাড়াও সকাল ৮ টায় বগুড়া জিলা স্কুল মাঠে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ঈদের জামাত, সকাল ৯টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠেও ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

জামিল মাদরাসায় ঈদের জামাত হবে সকাল সাড়ে ৬ টায়। সুলতানগঞ্জ পাড়া ঈদগাহে (সত্যপীরতলা) ঈদগাহে সকাল ৮ টায়, আলামিয়া তলা ঈদগাহে সকাল ৮ টা, বৃন্দাবনপাড়া ঈদগাহে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৭ টায়, মালতীনগর কেন্দ্রিয় ঈদগাহে সকাল ৭টা ৪৫ মিনিটে, ধাওয়াপাড়া বাইতুস সালাম জামে মসজিদ সংলগ্ন ঈদগাহে সকাল ৮ টায়, ইসলামপুর হরিগাড়ি ঈদগাহে দুটি জামাত হবে, প্রথম জামাত হবে সকাল ৮ টায় দ্বিতীয় জামায়াত হবে সকাল ৯ টায়।

নারুলী বুদা প্রামানিক কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, মালগ্রাম –ছিলিমপুর ঈদগাহে সকাল সাড়ে ৮ টায়, নিশিন্দারা কারবালা শাহী ঈদগাহে সকাল ৮ টায়, ফুলবাড়ি ও উত্তর মধ্যেপাড়া গোরস্থান কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায়, করোনেশন স্কুল ঈদগাহে সকাল সাড়ে ৮ টায়, শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা মাদরাসা ঈদগাহ, আশেকপুর ঈদগাহে সকাল সাড়ে ৭ টায় এবং বেজোড়া দক্ষিণপাড়া ঈদগাহে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদুল ফিতরে বগুড়া জেলাজুড়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্যাপনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের কাজ করছে বলে জানানো হয়েছে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে।

সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কয়েক স্তরে নিরাপত্তা বলয় থাকবে। নারী পুলিশ, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের পুলিশও মাঠে মোতায়েন থাকবে। এ ছাড়া ঈদ ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ