
বগুড়ার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীকে লড়ছেন মো. রাজিদুর রহমান শান্ত। তরুণ এই ব্যবসায়ী ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।
বগুড়া শহরের সূত্রাপুর ঘোড়াপট্টি এলাকার বাসিন্দা শান্ত। পেশায় তিনি ব্যবসায়ী। এবারই প্রথম নির্বাচনে অংশ নিয়েছেন। ছাত্র রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন তিনি। ভোটে জয়ী হয়ে ২০০০-২০০১ সালে বগুড়া কমার্শিয়াল কলেজের (বগুড়া কলেজ) ছাত্র সংসদের ভিপি’র দায়িত্বও পালন করেন তিনি।
শান্ত বলেন, জনগণের জন্য ভালো কাজ করার ইচ্ছা থেকে নির্বাচনে অংশ নিয়েছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।